HT Cable insulation resistance test

হাই টেনশন ক্যাবিল ইন্সুলেশন টেস্টিং করার অনেক গুলি নিয়ম আছে যেগুলো অনেকেই জানেন না। যেমন নতুন ক্যাবিল হলে এক ধরণের টেস্টিং করা হয় এবং রানিং ক্যাবিল হলে তার টেস্টিং নিয়ম তা অন্য ধরণের হয়। কিন্তু আজ আমি একটি ফল্ট একর সম্পর্কে জানাবো যা অনেক সময় হাই টেনশন ক্যাবিল এর মধ্যে দেখা যাই সেটি হলো লো ইন্সুলেশন ভ্যালু। এই লো ইন্সুলেশন ভ্যালু কেন হয় এবং এর সমাধান কি. অনেক ইন্ডাস্ট্রি তে দেখাযায় ক্যাবিল মাটির নিচে দিয়ে নিয়ে গিয়েছে যেখানে জমা জল থাকে নোংরা আবর্জনা থাকে এক কোথায় যার কোনো রকমের সেফটি নেয়া হয়নি। এই ধরণের ক্যাবিল এ বেশির ভাগ সময় এই প্রব্লেম দেখা যায়. অনেক সময় দেখা যায় ফীডার এর কোনো প্রব্লেম হয়ে ছিল তার জন্যে ক্যাবিলের পাওয়ার দীর্ঘক্ষণের জন্যে বন্ধ রাখতে হয়ে ছিলো। তার পরে পাওয়ার চালু করতে গিয়ে দেখা যাই যে আই আর ভ্যালু লো আর এই আই আর ভ্যালু লো হওয়ার জন্যে সার্কিট ব্রেকার আর্থ ফল্ট অথবা ওভার কারেন্ট হয়ে ট্রিপ করছে আবার অনেক সময় ক্যাবিল ড্যামেজ ও হয়ে থাকে। এই ড্রোনের প্রবল থেকে মুক্তি পেতে প্রথমে ক্যাবিল কে সুরক্ষিত রাখতে হবে তাহলে এই প্রব্লেম দ্বিতীয় বার না হওয়ার চাঞ্চ থাকবে।
  • আই আর ভ্যালু বাড়াতে গেলে কি করতে হবে সেটা নিচে দেয়া আছে 
প্রথমে ক্যাবিলের দুই দিখে কানেকশন খুলে দিন তার পরে প্রতিটি লিড এর থেকে দূরত্ব বজায় রাখুন। একটি ইলেকট্রিক হট ব্লুওর নিয়ে ওই ক্যাবিলের লাগ গুলোকে হালকা হালকা গরম করে নিন (মনে রাখবেন হিট যেন ক্যাবিল এর কীট এর মধ্যে না যাই তাহলে ক্যাবিল খারাপ হতে পারে) ক্যাবিল এর লাগ যখন হালকা গরম হয়ে যাবে তখন একবার আই.আর ভ্যালু দেখুন। যদি আই.আর ভ্যালু বেড়ে যাই তাহলে আবার ওই লাগ টিকে হালকা হালকা হিট করুন। ঠিক এমনি ভাবে প্রতিটি ক্যাবিলের লাগ গুলোকে গরম করতে থাকুন আর মাজে মাজে খেয়াল রাখবেন যে আই.আর ভ্যালু বেড়েছে কিনা। ক্যাবিল হিট থাকা কালিনি আই.আর ভ্যালু দেখবেননা। কিছুক্ষন পরে হাত দিয়ে দেখবেন যে হাত দেয়া যাচ্ছে কিনা। যদি হাত দেয়ার মতো গরম থাকে তাহলে আই.আর ভ্যালু দেখবেন। তাহলে আপনি সঠিক ভ্যালু পাবেন।

  • এই কারু কার্য্য সব ধরণের একুপমেন্ট এর ক্ষেত্রে গ্রহণ যোগ্য নয় 
কত কেভি মেশিন দিয়ে আই.আর ভ্যালু দেখলে মিনিমাম ভ্যালু কি থাকা উচিত তা নিচে দেয়া আছে 
R = K x Log 10 (D/d)
ApplicationTest VoltageMin IR Value
New cables – Sheath1KV DC100 MΩ
New cables – Insulation10KV DC1000 MΩ
After repairs – Sheath1KV DC10 MΩ
After repairs – Insulation5KV DC1000MΩ

No comments:

Post a Comment